ইউক্রেনে এক শিশুর হৃদযন্ত্রে আরেক শিশুর হৃদযন্ত্র প্রতিস্থাপন

চলমান যুদ্ধের সময় ইউক্রেনের জন্য এবারে সুখবর নিয়ে এলো একটি সফল অস্ত্রপাচার। তাও আবার যে সেই অস্ত্রপাচার নয়। ছয় বছর বয়সী এক শিশু কন্যার শরীরে এই অস্ত্রপাচার করা হয় কিয়েভের একটি হাসপাতালে। 

রোববার (৯জুলাই) এই অস্ত্রোপাচারটি সম্পন্ন করতে সময় লাগে তিন ঘন্টা।  এসময় মেয়ে শিশুটির হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হল আরেক ছেলে শিশুর শরীরে। 

অস্ত্রপচারের মাধ্যমে মেয়ে শিশুর শরীরে চার বছর বয়সী অপর একটি শিশুর হৃদযন্ত্র প্রতিস্থাপনের ঘটনা ইউক্রেনে এই প্রথম। 

এসময় ডা. বরিস তোদুরোভের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল এই অস্ত্রপাচার সম্পন্ন করেছেন। 

অস্ত্রপচারটি ছিল ব্যতিক্রম। কারণ, এর দাতা এবং গ্রহীতা উভয়েরই বয়স কম। দুজনেই ছোট শিশু। আর তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছে চিকিৎসকদের হৃদযন্ত্র প্রতিস্থাপনের সময়। 

এর আগে ২০২১ সালে ইউক্রেনের ভোলিন অঞ্চলে ১৩ বছর বয়সী এক কিশোরের একই ধরনের অস্ত্রপচার করা হয়েছিল। 

ফেসবুকের  এক পোস্টে ডা. বরিস তোদুরোভ বলেন, সফলভাবেই অস্ত্রপচারটি হয়েছে। 

এসময় এক ছবিতে দেখা যায় ছেলে শিশুটির মা মেয়ে শিশুটির বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছেন।

দেশটির আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও প্রতিস্থাপন উন্নয়ন বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ওকসানা দিমিত্রিভা বলেন, অন্য কারও দেহে মৃত সন্তানের হৃদস্পন্দন শুনতে এসেছিলেন এক মা।

ইউক্রেনের হার্ট ইনস্টিটিউট জানিয়েছে, যুদ্ধের মধ্যে এ বছর ইউক্রেনে ২৩টি হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে।

সূত্র সি এন এন 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //